শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ফেনীর একরাম হত্যা মামলার আসামি নাতি আরিফ গ্রেপ্তার

image_169207.arst

 

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক একরাম হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি মো. আরিফুর রহমান ওরফে নাতি আরিফকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব।সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র‌্যাব-৭ এর অধীন ফেনীস্থ অস্থায়ী ক্যাম্পের সদস্যরা ফেনী সদরের একাডেমী এলাকার একটি দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করে। তিনি ফেনী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিরিঞ্চি এলাকার মো. আব্দুস সালাম কালা মিয়ার ছেলে বলে জানায় র‌্যাব। স্থানীয়ভাবে আরিফ যুবলীগ কর্মী হিসেবে পরিচিত।র‌্যাব-৭ এর অধীন ফেনী ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. মোবাশ্বের হোসেন ‘কালের কণ্ঠকে’ জানান, একরাম হত্যার পর নাতি আরিফ পালিয়ে যান। সম্প্রতি তিনি এলাকায় ফিরে আসেন। র‌্যাব কর্মকর্তা জানান, রাতে তাঁকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।
প্রসঙ্গত, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরামকে গত ২০ মে ফেনী সদরের একাডেমী এলাকার বিলাসী সিনেমা হলের সামনে কুপিয়ে, গুলি করে ও গাড়িতে আগুন দিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ফেনী থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ গত ২৮ আগস্ট ৫৬ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন। পুলিশ এ পর্যন্ত ৩৫ জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে ৩০ জন ফেনী কারাগারে, একজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে ও চারজন জামিনে আছেন।