Thursday, January 23Welcome khabarica24 Online

ফেনীতে শিবিরের মিছিল থেকে নাশকাতা কারী যুবলীগ কর্মী আটক

সোলায়মান হাজারী ডালিম, ফেনী :

feni
অবরোধের ৩য় দিনে ফেনীতে শিবিরের মিছিল থেকে সেনাবাহিনীর গাড়ী বহরে ইট নিক্ষেপ করে নাশকতাকারী এক যুবলীগ কর্মীকে ঘটনাস্থলে আটক করে পুলিশে দিয়েছে ছাত্র শিবির।
সোমবার শহরের এসএসকে রোড়ের পাঠানবাড়ী রাস্তার মাথা থেকে মিছিল বের করে শিবির মিছিলটি ঢাকা-চট্রগ্রামের মহিপাল প্রদক্ষিণ কালে মিছিলে ওঁত পেতে থাকা যুবলীগ কমী আলমগীর হোসেন (৩৫) সেনা বাহিনীর গাড়ী বহর লক্ষ করে ইট নিক্ষেপ করে এ সময় শিবির কর্মীরা তাকে হাতে নাতে আটক করে পিটিয়ে পুলিশে সোপর্দ করে।
আটককৃত জাহাঙ্গীর আলম ফেনী সদরের পাছগাছিয়া ইউনিয়নের শফিকুর রহমানের ছেলে। সে যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা যায়।

Leave a Reply