Thursday, January 23Welcome khabarica24 Online

ফেনীতে এসএটিভির প্রথম বর্ষপূর্তি উদ্যাপন

fdd
প্রেস বিজ্ঞপ্তি:
বেসরকারী টেলিভিশন চ্যানেল এসএ টিভির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ফেনীতে রোববার সকালে বর্ণাঢ্য আয়োজনে শোভাযাত্রা ও বর্ষপূর্তির কেক কাটা হয়।
ফেনী প্রেসক্লাব মিলনায়তনের আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি বখতেয়ার ইসলাম মুন্না’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার পরিতোষ ঘোষ, ফেনী সদর উপজলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান বিকম।
এসএটিভির ফেনী জেলা প্রতিনিধি মাঈনুল ইসলাম রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নুরুল করিম মজুমদার, মীর হোসেন মীরু, আবু তাহের, ফেনী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডষ্ট্রিজ’র পরিচালক হারুন-উর-রশিদ, ফেনী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শওকত মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক রবিউল হক রবি, রফিকুল ইসলাম, সহ সম্পাদক দিলদার হোসেন স্বপন, ক্যাবল অপারেটর ডিজিকম’র ব্যবস্থাপনা পরিচালক এম.এ কাফি দিদার, আরটিভির ফেনী জেলা প্রতিনিধি আজাদ মালদার, সাংস্কৃতিক সংগঠক সমরজিৎ দাস টুটুল, সমর দেবনাথ প্রমুখ।
বক্তারা এসএটিভির প্রচারিত বিভিন্ন অনুষ্ঠান ও সংবাদকে সাধুবাদ জানিয়ে ভবিষতে আরো ভালো কারার জন্য টিভি কর্তৃপক্ষকে অনুরোধ জানান। আলোচনা শেষে কেক কেটে অতিথিবৃন্দ বর্ষপূর্তি উদ্যাপন করেন।
এর আগে বর্ণাঢ্য এক শোভাযাত্র ফেনী প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply