নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে ৭ ম্যাচ সিরিজের একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।রোববার রাতে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বা ডব্লিউআইসিবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, দলের নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টি বিবেচনা করে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। শনিবার বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদ হোটেলের কাছে একটি বোমা বিস্ফোরিত হবার পর ওই হোটেলে থাকা ওয়েস্ট ইন্ডিজ দল রবিবারের নির্ধারিত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচটিতে যোগ দেয়নি। পরে ম্যাচটি সোমবার সকালে পুনর্নির্ধারণ করা হয়। কিন্তু ডব্লিউআইসিবি’র সিদ্ধান্ত মোতাবেক সোমবারের এই ম্যাচটিও খেলতে নামেনি দলটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, শনিবারের ওই হামলা দলের কোনও সদস্যকে লক্ষ্য করে হয়নি, ফলে তাদের বিপদের কোনও আশংকা নেই। খবর বিবিসির। তারপরেও দলের সদস্যদেরকে নিজ নিজ দেশে বাবা-মায়ের সাথে সর্বশেষ পরিস্থিতি জানাতে যোগাযোগ করতে বলা হয়েছে। এতে আরও বলা হয়েছে, যত দ্রুত সম্ভব দলের সদস্যদের দেশে ফিরিয়ে নিয়ে যাবার ব্যবস্থা নেয়া হচ্ছে। বাংলাদেশ ত্যাগ করার আগ পর্যন্ত বাংলাদেশের নিরাপত্তা রক্ষীরা তাদের প্রয়োজনীয় সুরক্ষা দেবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
উৎস-যুগান্তর