বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২০ জানুয়ারি ধার্য করেছেন আদালত। গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় এ শুনানির দিন ধার্য করা হয়েছে। আজ রবিবার আসামি পক্ষের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম আলমগীর কবীর রাজ এ দিন ধার্য করেন।