মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রিয় বাবা : মনির উদ্দিন মান্না

তোমার শেষ ইচ্ছে টুকু
পূরন হলো না বাবা
জীবন পথের রূঢ় বাস্তবতায়
সেচ্ছায় হেরে গেলাম আমি।

টেলিফোনে কথা হয় না
সালাম বিনিময়ে এখন
কৌশলাদি জানতে চেয়ে
প্রশ্ন করা হয়না কখনো।

কতো স্মৃতি কতো কথা
ক্ষণ সময়ে ভেসে উঠে
জীবন যুদ্ধের কঠিন বাস্তবতা
শেষ বিদায়ে কাঁদায় নীরবে।

এক‌টি বছর পেরিয়ে গেলো
যেতে পারিনি মায়ের কাছে
মমতাময়ী মা চেয়ে আছে
আদরের ছেলেকে কাছে পেতে।

আদর্শ বাবা তুমি আমার
গর্বে উচ্চ শির তরান্বিত
মা আমার প্রার্থনায় মগ্ন
বেহেস্ত মাঙ্গে তোমার জন্য।

তোমার হাত ধরে চলতে শিখেছি
শিখেছি জীবন চলার সুপরামর্শ
ইসলামী বিধিমালা মেনে চলতে সদা
উদ্বুদ্ধ করতে বীরের মতোই।

আল্লাহ তোমার সফল মঙ্গল করুক
ভালো থেকো ওপারে বাবা
আমাদের দোয়া তোমার সাথে
রোজ হাশরে দেখা হলে
এপারের মতোই সাথে রেখো।