Sunday, January 19Welcome khabarica24 Online

প্রশ্ন ফাঁস রোধে পাবলিক পরীক্ষায় বিরতি থাকছে না

nahid_117953

প্রশ্নপত্র ফাঁস রোধে পাবলিক পরীক্ষায় কোন বিরতি (গ্যাপ) না রাখার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেছেন, কোন সাপ্তাহিক বা সরকারি ছুটির দিন ছাড়া পরীক্ষার মাঝে অন্য কোনো বন্ধ রাখা হবে না।
বুধবার সচিবালয়ে এইচএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বিষয়ে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।আমরা পাঁচ দিনে পরীক্ষা দিয়েছি এমন মন্তব্য করে করে শিক্ষামন্ত্রী বলেন, দেড় মাস ধরে পরীক্ষা নেয়া আর সম্ভব না। পরীক্ষায় অবশ্যই পরিবর্তন আনব। আগের মতো আর পরীক্ষা হবে না। পরীক্ষা পদ্ধতি বদলাতে হবে। পরীক্ষার মধ্যে বন্ধ ছাড়া অন্য কোনো গ্যাপ থাকবে না। ক্লাসরুমে পড়াশোনা করে শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে।নাহিদ বলেন, পরীক্ষা পদ্ধতিতে কতটুকু পরিবর্তন আনতে পারব এ বিষয়ে সংশ্লিষ্টদের মতামত গ্রহণ করব। পরীক্ষার মধ্যে বন্ধ ছাড়া অন্য কোনো গ্যাপ থাকবে না। প্রশ্ন ফাঁস ঠেকাতে পাবলিক পরীক্ষা আইনে শাস্তি বর্তমানে যথেষ্ট নয়। এই শাস্তি কীভাবে আরো বাড়ানো যায়, তার চিন্তা করবো।প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর গত ৯ এপ্রিল ঢাকা বোর্ডের এইচএসসির ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়। পরদিন সোহরাব হোসাইনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি করে এদের ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলে শিক্ষা মন্ত্রণালয়। পরে এই কমিটি কয়েক দফা সময় বাড়িয়ে নেয়। এই কমিটিকে প্রশ্ন ফাঁসের অভিযোগের সার্বিক বিষয় তদন্ত করে এ বিষয়ে করণীয় নির্ধারণ এবং শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন সব পাবলিক পরীক্ষার প্রশ্নের নিরাপত্তা নিশ্চিতে সুনির্দিষ্ট সুপারিশ দিতে বলা হয়েছিল।