নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ২৪ রানের জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। এ জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল কিউইরা। এদিন প্রথমে ব্যাট করে ২৯৩ রানের টার্গেট দেয় সফরকারী ভারতকে। জবাবে বিরাট কোহলির ১২৩ রানের সুবাদেও জিততে পারেনি মহেন্দ্র সিং ধোনির দল। মিশেল ম্যাকক্লেনাগান ও কোরি অ্যান্ডাজনের বোলিং তোপে ২৬৮ রানে অলইউট হয়ে যায় তারা। ম্যাকক্লেনাগান পান ৬৮ রানে ৪ উইকেট আর অ্যান্ডারসন নেন ২ উইকেট। এদিন টস হেরে কিউইদের শরুটা তেমন ভাল হযনি। দলিয় ২২ রানের মাথায় বিদায় নেন জেসি রাইডার। দলিয় খাতায় ১০ রান যোগ হতেই বিদায় নেন মার্টিন গাপটিল। তবে কেইন উইলিয়াসন ও অ্যান্ডাসনের ব্যাটিংয়ে বড় সংগ্রহ পায় নিউজিল্যান্ড। উইলিয়ামসন করেন ৭১ ও অ্যান্ডারসন অপরাজিত ৬৮ রান করেন। অলরাউন্ডার সফলতা দেখিয়ে ম্যাচ সেরা হয়েছেন কোরি অ্যান্ডারসন।