মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

প্রজন্ম মীরসরাই এর মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

m

 প্রেস বিজ্ঞপ্তি :

“কাঁধে কাঁধ মিলিয়ে লড়ি, সুশিক্ষিত মীরসরাই গড়ি” স্লোগানকে সামনে রেখে গড়ে উঠা মীরসরাই এর শিক্ষাবান্ধব সংগঠন প্রজন্ম মীরসরাই এর উদ্যোগে পুরো মীরসরাইব্যাপী ২০ শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে মেধা বৃত্তি পরীক্ষা ২০১৩ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৭ শে ডিসেম্বর শুক্রবার সকালে  মীরসরাই এর তিনট কেন্দ্রে প্রথম থেকে ১০ম শ্রেণীর শিক্ষাথর্রিা অংশ নেয়। মীরসরাই এর সরকারহাট এনআর উচ্চ বিদ্যালয়, মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়, জোরারগঞ্জ বালিকা বিদ্যালয় ও কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এক্ষেত্রে ক বিভাগ ও খ বিভাগের দুইজন চ্যাম্পিয়ান পরীক্ষার্থীর জন্য থাকছে দুইটি কম্পিউটার। এছাড়া ট্যালেন্টপুলে ২০ জন ও এ ক্যাটাগরিতে ৮০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে। তিনটি পরীক্ষা কেন্দ্রে কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন সরকারহাট এন আর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু প্রিয়তোষ নাথ, মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. মহিউদ্দিন, জোরারগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মো. শাহ আলম ও মহিলা কলেজের অধ্যক্ষ জনাব মো. কামরুল হাসান। এছাড়া মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয় এর শিক্ষক জনাব এস এম সবুজ সহকারী কেন্দ্র প্রধানের দায়িত্ব পালন করেন। মেধাবৃত্তি পরীক্ষার হল পরিদর্শন করেন সরকারি সিটি কলেজের দর্শন বিভাগের অধ্যক্ষ ও মেধাবৃত্তির প্রধান পরীক্ষক জনাব জসিম উদ্দিন, প্রজন্ম মীরসরাই এর উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান, দৈনিক প্রথম আলোর মীরসরাই প্রতিনিধি শরফরাস উদ্দিন কাশ্মির, চলমান মীরসরাই এর সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, প্রজন্ম মীরসরাই এর পরিচালক জনাব দেলোয়ার হোসেন। মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রণে ছিলেন। প্রতিষ্ঠানের সভাপতি মঞ্জুরুল ইসলাম রায়হান, সিনিয়র সহ-সভাপতি নুরুচ্ছালাম ভুঁইয়া ফোরকান, সাধারণ সম্পাদক মো. ফয়সাল ইসলাম। পরীক্ষা কমিটির আহবায়ক ছিলেন আবদুর রহিম, রাজীব চন্দ্র দাশ ও মামুনুর রশিদ। কেন্দ্র-১ এ সচিব হিসেবে ছিলেন মো. আবদুল কাদের, কেন্দ্র-২ এ সচিব ছিলেন তানভির হোসেন তপু, কেন্দ্র-৩ এ সচিব ছিলেন গোলাম রব্বানী ও নুর নবী মুন্সী প্রমুখ।

Leave a Reply