মোহাম্মদ শাহাদাত হোসেন :
মীরসরাই এর ঐতিহ্যবাহী ৭ নং কাটাছড়া ইউনিয়নের অন্তর্গত বামনসুন্দর এফ.এ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে গত ১৭ অক্টোবর তারিখে ঈদ পূর্ণমিলনী, মরণোত্তর ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটির এডিসি ড.মোস্তাফিজুর রহমান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাটাছড়া ইউপি চেয়ারম্যান নুরুল আনোয়ার সবুজ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ জেড এম নাজমুল কবির মামুন,ইঞ্জিনিয়ার নুর হোসেন,ফরিদ উল্লাহ চৌধুরী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের যুগ্ন আহব্বায়ক মোঃ শরফুদ্দিন, ফিরোজ খান, শেখ ফরিদ, জয়নাল আবেদীন, দীল মোহাম্মদ, হেদায়েতুল ইসলাম, মাস্টার কামরুল, মোঃ ফারুক, শাাহাদাত, রিয়াজ মোর্শেদ বাবু, জামশেদ আলম, মঈনউদ্দিন, মোঃ অহিদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠে পুরো এলাকা।মিলনমেলায় পরিনত হয় পুরো বিদ্যালয় প্রাঙ্গন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরোষ্কার বিতরন করা হয়। পুরোষ্কার বিতরনী শেষে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র কন্ঠশিল্পী মহিবুল আলম আরিফের উপস্থাপনায় লিড়িয়ান মিউজিক্যাল ব্যান্ড এর পরিবেশনায় মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন ফেনীর রাজেশ মজুমদার, কুমিল্লার ফারজানা, আফরোজ মৌসুমী, চট্টগ্রামের সালমা আক্তার সায়মা, সুমন শাহ, শাওন, তাপস, শরীফ, রকি, রাজেশ।