সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পাহাড়ের কাছে চিঠি : সোমা মুৎসুদ্দী

প্রিয় পাহাড়,
কেমন আছো তুমি?
খুব জানতে ইচ্ছে করছে,
তাই তোমাকে দুকলম লিখতে বসা।
তুমিতো আমার থেকে,
অনেক অনেক দূরে থাকো।
তাই আমার মনের কথা, তোমার কাছে,
ঠিকমতো পৌঁছায় না।
আমি থাকি একটি ছোট্ট শহরে,
জানতো এখানে মানুষগুলো,
খুবই ব্যাস্ত।
এখানে কেউ কারো কষ্ট নিতে চায়না,
কিন্তু সুখ নিতে চায়।
কিন্তু তুমিতো জানো আমার সব কষ্ট,
সব কথা,তোমার কাছেই জমা রাখতে চাই
আমি এখানে প্রাণহীন জড় পদার্থ সম,
আমিতো তোমার কাছে গেলেই,


প্রাণ ফিরে পাই।
গতকাল রাতে তোমায় স্বপ্নে দেখলাম,
তুমি আমার জন্য নীল শাড়ি পাঠালে,
মেঘের খামে,
আর বললে, আমি যেনো খুব তাড়াতাড়ি,
তোমার কাছে ছুটে যাই।
আচ্ছা, আমি যদি সত্যি তোমার কাছে ছুটে যাই,
তুমি সবুজ মায়ায় সবুজ ভালোবাসায়
আমাকে বেঁধে রাখবেতো। যদি সত্যি রাখো, আমিও কথা দিলাম,
আমার সব কথা আজন্ম তোমাতেই জমা থাকবে।
তুমি ছাড়া আমি আর কারও হবোনা,
আমার স্বপ্নগুলোও আর কেউ তোমার কাছ থেকে,
ছিনিয়ে নিতে পারবেনা।
তুমি আমায় নীলা বলেই ডাকো,
প্রিয় পাহাড়, তোমার নীলা তোমার কাছে।
খুব তাড়াতাড়ি আসছি বলে,
সবুজ যেখানে, নীল তো সেখানেই থাকবে,
ভালো থেকো,
আমি তোমারই প্রিয় নীলা ।