পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া বাজারে দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগের তিন কর্মী নিহত হয়েছেন। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। নিহতরা হলেন- সুলতান হোসেন (৩৫), ফজলু রহমান (৩৮) ও আবদুস সালাম (৪০)। তাদের বাড়ি ধর্মগ্রাম ও পীরগাছা গ্রামে। শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় ওই তিনজন পুষ্পপাড়া বাজারে এক দোকানে বসেছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাদের লক্ষ্য করে এলোপাথারি গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাইদুল হক চুন্নু বলেন, ‘নিহতরা আওয়ামী লীগের কর্মী। স্থানীয় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।