শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পাকিস্তানের নতুন সেনাপ্রধান রাহেল শরীফ

64

পাকিস্তানের নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল রাহেল শরীফ। বুধবার পাকিস্তান সেনাবাহিনীর বরাত দিয়ে বিবিসি এ খবর জানিয়েছে। নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল রাহেল শরীফ জেনারেল আশফাক পারভেজ কায়ানির স্থলাভিষিক্ত হচ্ছেন। আজ বৃহস্পতিবার থেকে জেনারেল কায়ানি অবসরে যাচ্ছেন। পাকিস্তান সরকার সেনাপ্রধান নিয়োগের পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল রাশিদ মাহমুদকে জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে। পাকিস্তানের জঙ্গি সংগঠন তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে এই দুটি পদ ভীষণ গুরুত্বপূর্ণ। জিও নিউজ জানিয়েছে, লাহোরের রাহেল শরীফকে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ বিদায়ী সেনাপ্রধান জেনারেল পারভেজ আশফাক কায়ানির মনোনীত তালিকার চার জনের মধ্য থেকেই নির্বাচিত করেছেন। জেনারেল রাহেল শরীফ বেড়ে উঠেছেন সামরিক পরিবারেই। তার বড় ভাই শাব্বির শরীফ পাকিস্তানের সামরিক বাহিনীর সর্বোচ্চ পদক নিশান-ই-হায়দারে ভূষিত হয়েছেন। এর আগে সেনাপ্রধানের পদের জন্য জেনারেল মাহমুদকে ভাবা হয়েছিল। র‌্যাঙ্কিংয়ে সেনাবাহিনীতে দ্বিতীয় সর্বোচ্চ পদাধিকারী মাহমুদ জেনারেল কায়ানিরও বেশ প্রিয়পাত্র বলে ধারণা করা হয়।

উৎস- মানবজমিন

Leave a Reply