স্কটল্যান্ডকে স্বাধীন করার জন্য একাই লড়েছেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না। গণভোটে পরাজয়ের পর ভেস্তে যায় ফার্স্ট মিনিস্টার আলেক্স স্যালমন্ডের সব চেষ্টা। সেই সঙ্গে স্বপ্নও। অনেকটা অভিমান থেকেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।
তিনি বলেন, নেতা হিসেবে আমার সময় শেষ। কিন্তু স্কটল্যান্ডে স্বাধীন হওয়ার ক্যাম্পেইন চলতে থাকবে। স্বাধীনতার স্বপ্ন কখনো শেষ হয়ে যাবে না।
শুধু ফার্স্ট মিনিস্টার হিসেবে নয় তার দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) থেকেও পদত্যাগের ঘোষণা দিয়েছেন তিনি।
আজ প্রকাশিত ফলাফলে দেখা গেছে, স্কটল্যান্ড স্বাধীন হকে কিনা এই ইস্যুতে ‘না’ ভোট পড়েছে ৫৫.৪২ শতাংশ এবং ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৪৪.৫৮ শতাংশ। এর ফলে তিনশ বছর ধরে যুক্তরাজ্যের সঙ্গে থাকা স্কটল্যান্ড ‘আপাতত’ আলাদা হচ্ছে না।
স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গে নিজ বাসভবনে সাংবাদিকদের স্যালমন্ড বলেন, আমি ‘হ্যাঁ’ ক্যাম্পেইনের সঙ্গে থাকতে পেরে সত্যিই গর্বিত। কারণ একটি বিশাল জনগোষ্ঠী ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন।
৫৯ বছর বয়সী স্যালমন্ড গত ২০ বছর তার দলকে নেতৃত্ব দিয়েছেন।