কালবৈশাখী ঝড়ে গলাচিপায় প্রায় দেড় শতাধিক যাত্রী নিয়ে একটি লঞ্চ ডুবে গেছে। ঘটনাস্থল থেকে স্থানীয় জনতা ভাসমান অবস্থায় ৮টি লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে ২ জন শিশু, ৫ জন নারী ও ১ জন পুরুষ। গতকাল কলাগাছিয়া নদীতে লঞ্চডুবির এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রিছান (৫), লুৎফা বেগম (৫৫), মনোয়ারা বেগম (৫০), রুনিয়ার (২০) নাম-পরিচয় পাওয়া গেছে। এমভি সাথিল-১ ডেকার লঞ্চটি রাঙ্গাবালী থেকে সকাল ৮টায় পটুয়াখালীর উদ্দেশে ছেড়ে আসে। বিকাল ৩টার দিকে কলাগাছিয়া নদীর মিয়াবাড়ী এলাকায় এলে লঞ্চটি ঝড়ের কবলে পড়ে। এতে উল্টে ডুবে যায়। এ সময় ১৫-২০ যাত্রী তীরে ফিরে আসতে পারলেও অন্য যাত্রীরা লঞ্চের ভেতরে আটকা পড়ে। খবর পেয়ে জেলা প্রশাসক অমিতাভ সরকার ঘটনাস্থলে যান। স্থানীয় জনতার পাশাপাশি পটুয়াখালী থেকে আসা ফায়ার সার্ভিসকর্মী উদ্ধার অভিযান চালাচ্ছেন। বরিশাল থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম উদ্ধারকাজে অংশ নিতে ইতিমধ্যেই রওনা হয়েছে। কলাগাছিয়া এলাকার ইউপি সদস্য আউয়াল খান জানান, দুর্ঘটনাকবলিত লঞ্চটি নিমজ্জিত থাকায় ধারণা করা হচ্ছে আটকা পড়া যাত্রীরা হয়তো বা কেউ বেঁচে নেই। উল্লেখ্য, গতকাল দুপুরে পটুয়াখালীর ওপর দিয়ে কালবৈশাখী বয়ে যায়। এতে কাঁচা ঘরবাড়ী ও শ’ শ’ গাছপালা উপড়ে যায়। দুপুর ২টা থেকে পটুয়াখালী শহরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে।