সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

পঞ্চম দফা পাঁচ দিনের রিমান্ডে তারেক

image-3_109801

নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনায় অভিযুক্ত র‌্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল তারেক সাঈদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এনিয়ে জিজ্ঞাসাবাদের জন্য পঞ্চম দফা তাকে রিমান্ডে নেয়া হলো।সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডল এডভোকেট চন্দন সরকার ও তার গাড়ি চালককে হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনি রূপমের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।