বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, পঞ্চম দফা উপজেলা নির্বাচনে সরকার ভোট ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। আজ শনিবার সন্ধ্যায় শ্যামলীতে তাঁর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।রিজভী বলেন, জনগণ ন্যূনতম তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেলে বেশির ভাগ স্থানেই বিএনপির প্রার্থীরা জয়ী হবে।এ নির্বাচনকে সামনে রেখে সরকার সমর্থকরা এলাকায় সশস্ত্র অবস্থায় ধাপিয়ে বেড়াচ্ছে দাবি করে রিজভী বলেন, উপজেলা চেয়ারম্যান পদ ছিনিয়ে নিতে তারা মরিয়া। নির্বাচন কমিশন তাদের সিলমোহরের দায়িত্ব পালন করছে। তাই তারা কোনো অভিযোগই আমলে নিচ্ছে না।রিজভী বলেন, সরকার সমর্থকদের সহিংসতা নিয়ে শুধু যে বিএনপিই অভিযোগ করছে তা নয়, গণমাধ্যমেও এ বিষয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করছে। তা সত্ত্বেও নির্বাচন কমিশন নিরুত্তাপ ও নির্ভিকার।সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন দলের সহ-দপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ।
উৎস- কালেরকন্ঠ