মঙ্গলবার, ৮ অক্টোবর ২০২৪, ২৩ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নেইতো আমার মা : নীলিমা শামীম

নেই যে সেই চোখের তারা
শুন্য মরুভূমি
মাগো তোমায় স্মরণ করিয়ে
অশ্রু মুছি আমি।

চোখের দেখায় সবি সমান
অসাধারণ ছিলে তুমি
চারিপাশে বিষন্নতায় ভরা
শূন্যতা পাই আমি।।

মাগো আমার প্রাণপাখিটা
শুধুই নড়ে-চড়ে
আাঁচল ভরা সুখের লেবাস
স্নেহমমতা সে নাই রে।

আদর সোহাগ মায়া ভরা
কে আর দিতে পারবে?
মায়াভরা কন্ঠের প্রতিধ্বনিতে
আগলে বুকে রাখবে?

জীবদ্দশায় ভাবিনি কভু
চরণ ধুঁয়ে রাখি,
তাহ-লে কি মাগো এখন
কান্না চোখে থাকি?

চলে যাবার ক্ষনেও মাগো
বুঝতে পারিনি যে,
আসি আসি করেই সেদিন
ফাঁকি দিলেন মা যে,,।।

দিবস টিবস ফালতু কথা
তুমি সকল সেরা,
কবিতা লেখার জন্য মা-গো
কাগজ পত্র ছেড়া।

রীতি নিয়ম মেনেই করলে
আমাদের পালন ভালোয়
এখন তুমি আকাশ ভেলায়
আমরা জমিন ধুলোয়।