রাজধানীর নীলক্ষেতে গাউছুল আযম মার্কেটের সামনে বাস চাপায় মারা গেছে এক কলেজছাত্র। দুপুরে রাস্তা পার হওয়ার সময় একটি বাসা চাপা দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।নিহত সাজ্জাতুল ইসলাম এনামুল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর বিজ্ঞান বিভাগের ছাত্র। তার পিতার নাম শফিকুল ইসলাম। এনামুলের বাড়ি ব্রাহ্মনবাড়িয়া জেলায়। এনামুলের মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। নিউমার্কেট থানা পুলিশ জানিয়েছেন, ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করা হয়েছে।