নির্বাচনের ফলাফল নিজেদের অনুকুলে নিতে উপজেলা নির্বাচনের পঞ্চম দফায় সরকার দল আরো বেপরোয়া হয়েছে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। গত চার ধাপের উপজেলা নির্বাচনের মতো আগামীকালের নির্বাচনেও সরকারদলীয় ক্যাডাররা ভোটকেন্দ্র দখল, অরাজকতা ও বিশৃঙ্খলার আশঙ্কা করছেন তিনি।রোববার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব আশঙ্কার কথা বলেন।সালাউদ্দিন আমেদ অভিযোগ করেন, আগামীকালের নির্বাচনকে কেন্দ্র করে এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে সরকার দলীয় সমর্থকরা। র্যাব-পুলিশকে ব্যবহার করে গ্রেফতার এবং নির্যাতনও চালানো হচ্ছে।নির্বাচন কমিশন সম্পর্কে সালাউদ্দিন বলেন, কমিশন ভোট ডাকাতি ঠেকাতে ব্যর্থ হয়ে সাংবিধানিক প্রতিষ্ঠানকে কলঙ্কিত করেছে।তিনি বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের আদলে একটি সর্বনাশা দল। তাদের ইতিহাস হত্যা, গুম-খুন আর কেন্দ্র দখল করে ভোট ডাকাতির।অবিলম্বে বর্তমান সংসদ ভেঙ্গে দিয়ে নতুন নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, পদত্যাগ না করলে তীব্র গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতন ঘটানো হবে।