রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

নিরাপত্তার ঘেরাটোপে সমগ্র বাংলাদেশ

kadar_fasi_desh_intro

জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করাকে কেন্দ্র করে ঢাকাসহ সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশ, র‍্যাব, বিজিবসহ বিভিন্ন বাহিনীর সদস্য বাড়ানো হয়েছে।ঢাকা জুড়ে শুরু হয়েছে বিজিবির টহল। সরকারি ভবন, দূতাবাস ও গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।সারাদেশ থেকে পরিবর্তনের প্রতিবেদকদের পাঠানো তথ্য থেকে জানা যায়, বিভাগীয় শহর থেকে শুরু করে থানা সদর পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।র‍্যাব, পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, ফাঁসির রায়কে কেন্দ্র করে রাজধানীর সুপ্রিম কোর্ট এলাকা, কূটনৈতিক এলাকা ও সচিবালয়সহ স্পর্শকাতর পয়েন্টে ইউনিফর্মধারী র‍্যাব ও পুলিশের পাশাপাশি গোয়েন্দা ছদ্মবেশী সদস্যদেরও মোতায়েন করা হয়েছে। গোয়েন্দা পুলিশের বিশেষ ইউনিট-বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াত সদস্যদের স্ট্যান্ডবাই রাখা হয়েছে। অরাজক পরিস্থিতি দমনে কঠোর অবস্থানের কথা জানিয়েছে র‍্যাব-পুলিশ। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে। চেকপোস্টের পাশাপাশি বাড়ানো হয়েছে টহল।

Leave a Reply