জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমানের মৃত্যুর প্রেক্ষিতে শূন্য হওয়া নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৬ জুন। নির্বাচন কমিশনের একটি সূত্র সোমবার এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রটি জানায়, নারায়ণগঞ্জ-৫ আসনে উপনির্বাচনের বিষয়ে কমিশন সচিবালয়ে বৈঠক চলছে। বিকেলে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে। সূত্রটি আরো জানায়, তফসিলে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ মে, যাচাই-বাছাই ১ জুন, প্রত্যাহারে শেষ দিন ৯ জুন ও ভোটগ্রহণ ২৬ জুন নির্ধারণ করা হবে।
গত ১ মে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য এ কে এম নাসিম ওসমান ইন্তেকাল করেন। ভারতের দেরাদুনের একটি হাসপাতালে মারা যান তিনি। গত ৬ মে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। বিধি অনুসারে কোনো আসন শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উপনির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।