স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নারায়ণগঞ্জে অপহরণের পর হত্যার ঘটনায় সরকার চিন্তিত।তবে খালেদা জিয়ার সহিংস আন্দোলন কর্মসূচি ঘোষণার সাথে নারায়ণগঞ্জের গুম হত্যার যোগসূত্র থাকতে পারে বলে প্রতিমন্ত্রী মন্তব্য করেন। শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, এই ঘটনার মূল হোতাদের তাড়াতাড়ি খুঁজে বের করা হবে। তাদের শাস্তির ব্যবস্থা করা হবে।ইতোমধ্যে ঘটনার সাথে জড়িত বিল্লাল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিমন্ত্রী জানান। উল্লেখ দুদিন আগে নজরুল ইসলাম ও চন্দন সাহার লাশ উদ্ধারের পর স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছিলেন, অপহরন ও গুমের ঘটনায় সরকার বিব্রত নয়।বাংলাদেশ ইউনাউটেড পার্টি সরকারের ভাবমূর্তি নষ্ট করার জন্য গুম ও হত্যা চালানো হচ্ছে র্শীষক আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, যারা গুম-হত্যার শিকার হচ্ছেন, তাদের অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী। আওয়ামী লীগের পতন ঘটাতে না পেরে বিএনপি গুম-হত্যার পথ বেছে নিয়েছে।আলোচনা সভায় উপস্থিত ছিলেন, সংগঠনের আহ্বায়ক ইসমাইল হোসেন, প্রধান উপদেষ্টা হাজী নীল মিয়া, যুগ্ম-আহ্বায়ক খলিলুর রহমান প্রমুখ।এদিকে নাসিক কাউন্সিলরসহ ৭জনকে অপহরনের হত্যা ঘটনার পর বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে সাইফুল ইসলাম নামে আরো এক ব্যবসায়ী অপহৃত হয়েছেন।