Saturday, November 2Welcome khabarica24 Online
Shadow

নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে’

dr._kamal_24539_10464

বিশিষ্ট আইনজীবী ও সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন বলেছেন, দেশে মানবাধিকার রক্ষায় নাগরিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। এই মুহূর্তে দেশ ও দেশের গণতন্ত্র রক্ষায় তরুণ সমাজকে জেগে উঠতে হবে। ভয়-সংকোচ দূর করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তা না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হবে। তিনি আজ রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইয়থ মুভমেন্ট ফর ডেমোক্রেসি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন। কামাল হোসেন বলেন, মানবাধিকার রক্ষায় গুলি টিয়ারশেলকে ভয় করা চলবে না। যুগে যুগে সৎ ও নির্যাতিতরাই বিজয়ী হয়েছেন।
তিনি বলেন, দেশের সকলকে অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দেশে ফরমালিনমুক্ত রাজনীতির প্ল্যাটফর্ম এখনো আছে। সেখান থেকে আন্দোলন জোরদার করতে হবে। ইয়থ মুভমেন্ট ফর ডেমোক্রেসি’র প্রেসিডেন্ট শ্যামা ওবায়েদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন, সাংবাদিক নাইমুল ইসলাম খান, সিনিয়র সাংবাদিক মাহফুজ উল্লাহ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক দিলারা বেগম প্রমুখ।