মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দ্রুত দেশে ফিরবেন তারেক: ফখরুল

22347_1_44745

 

তারেক রহমানের নেতৃত্ব প্রয়োজন তাই তিনি দ্রুত দেশে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বৃহস্পতিবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জাতীয়তাবাদী মহিলাদল এ অনুষ্ঠানের আয়োজন করে।

তিনি আরও বলেন, ‘তারেক রহমান এক প্রকার নির্বাসনে রয়েছেন। তার সুস্থতা কামনা করছি।’

এসময় বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ মহিলাদলের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আজ ২০ নভেম্বর বৃহস্পতিবার বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে গতকাল বুধবার রাত ১২টা ১ মিনিটে বেগম খালেদা্ জিয়া কেক কাটেন।