তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায়। প্রথম ম্যাচ জিতে টাইগারদের আত্নবিশ্বাস আকাশচুম্বী। এবার লক্ষ্য সিরিজ জয়, জানিয়েছেন বাংলাদেশ সহ-অধিনায়ক মাহমুদুল্লাহ। বিজয়ী বাংলাদেশের আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া। উইকেট আর কন্ডিশন নিয়ে মোটেও চিন্তিত নন টাইগাররা। খেলোয়াড়দের বডি ল্যাঙ্গুয়েজ বলে দিচ্ছে দ্বিতীয় ম্যাচের আগে কোন চাপে নেই টাইগাররা। বরং সিরিজ জয়ে মনোযোগী বাংলাদেশ। এগিয়ে থেকে সিরিজ শুরু করেছে বাংলাদেশ; তারওপর আছে ২০১০ সালের হোয়াইটওয়াশের উজ্জ্বল স্মৃতি। কিউইদের বিপক্ষে টানা পাঁচ ম্যাচ জিতেও আত্নতুষ্টিতে ভুগছে না গোটা দল। একাদশে পরিবর্তন আনার পরিকল্পনা নেই বাংলাদেশ।