যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় ৭ স্কুল শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুতে সারাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা শোক প্রকাশ করবে সোমবার। রোববার দুপুরে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান সচিবালয়ে তার অফিসে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের এসেম্বলিতে এই শোক প্রকাশ করা হবে।এদিকে যশোরের বেনাপোলে সড়ক দুর্ঘটনায় প্রাণহানিতে শার্শা উপজেলায় সব বিদ্যালয়ে রোববার ছুটি চলছে। ওড়ানো হয়েছে কালো পতাকা। এ ছাড়া পৌরসভায় ৩ দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে।বেনাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৩টি বাসে করে শনিবার সকালে মেহেরপুরের মুজিবনগরে বনভোজনে যায়। ফেরার পথে রাত সাড়ে ৯টার দিকে চৌগাছার ঝাউতলায় ইটভাটার কাছে মাটিবাহী একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাস উল্টে পাশের পুকুরে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। রাত ২টার দিকে লাশগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। রোববার দুপুরে জানাজা শেষে দাফন করা হয়।
উৎস-যুগান্তর