শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দেশজুড়ে পাঠ্যপুস্তক উৎসব, হাতে হাতে নতুন বই

children-with-books_198484

 

দেশজুড়ে আজ চলছে পাঠ্যপুস্তক উৎসব। নতুন শ্রেণিতে উঠা শিশু শিক্ষার্থীদের হাতে হাতে নতুন বই। সারাদেশে স্কুলে স্কুলে নতুন বই পেয়ে তাই তো ফুলকুড়িদের আহা কী আনন্দ।নতুন বইয়ের গন্ধে মজাই আলাদা জানিয়ে তাদের পাঠ থেকে আলো নিয়ে নিজেকে এবং সমাজকে আলোকিত করার শপথও নিয়েছে শিক্ষার্থীরা।  তারা জানিয়েছে অনেক আনন্দ নিয়েই নতুন বইয়ে বছরের পড়া-লেখা শুরু করবে তারা। অর্জিত জ্ঞান দিয়ে নিজ এবং সমাজকে আলোকিত করার কথাও বলেছে কেউ কেউ।চাঁদপুরের হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী তোফায়েল আহমেদ জিসান। সে জানায়, নতুন বই পেয়ে ভারি আনন্দ তার। নতুন বইয়ে ভালোভাবে মন দিয়ে পড়া লেখা করে জ্ঞান অর্জন করবে সে।নারায়ণগঞ্জ পুলিশ লাইনস স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী নাবীহা তাসনীম জানায়, নতুন বই পেয়ে খুব খুশি সে। আজ থেকেই শুরু হবে তার পাঠ। পড়া লেখা করে সে বড় মানুষ হতে চায়। মানুষের জন্য কাজ করতে চায়। নিজের এবং সমাজে আলো ছড়াতে চায় সে।এদিকে ঢাকার মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ের মাঠে বই উৎসবের আয়োজন করা হয়। সেখানে নতুন বই হাতে পেয়ে উল্লাসে মেতে ওঠে শত শত শিক্ষার্থী।শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে উৎসবটির আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, জামায়াত-শিবির চক্র দেশের শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। তারা ব্যর্থ হয়েছে। আজ সারাদেশেই নতুন বইয়ের উৎসব চলছে।প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান, প্রাথমিক ও গণশিক্ষাসচিব কাজী আখতার হোসেন প্রমুখ।