নিজস্ব প্রতিনিধি : মিরসরাইয়ে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ছাত্রদল নেতা জাহিদ হোসেন বাপ্পির পোল্ট্রি খামার। এতে ১৮ দিন বয়সী ৫ শতাধিক মুরগির বাচ্চাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি। শনিবার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ২নং হিঙ্গুলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব হিঙ্গুলী গ্রামের হেঞ্জু সওদাগর বাড়িতে এই ঘটনা ঘটে।
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সদস্য, বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও পোল্ট্রি খামারের মালিক জাহিদ হোসেন বাপ্পি জানান, শনিবার রাত আনুমানিক ১টায় পোল্ট্রি খামারের কর্মচারী ঘুম থেকে উঠে খামারে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করে। এসময় স্থানীয়দের দীর্ঘ প্রায় এক ঘন্টার ঐকান্তিক চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। খামারে মোট ৫ হাজার মুরগির বাচ্চা ছিল। এদের মধ্যে প্রায় ৫টি বাচ্চা আগুনে পুড়ে গেছে। শত্র“তার বশবর্তী হয়ে কেউ খামারে আগুন দিয়েছে বলেও তিনি দাবী করেন। এ ব্যাপারে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।