নিজস্ব প্রতিনিধি : মীরসরাইয়ের দুর্গাপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে দীপক রাজ গোলদার (৫৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পূর্ব দুর্গাপুর গ্রামের গোলদার বাড়িতে এঘটনা ঘটে।
এলাকাবাসী ইসমাইল হোসেন ও পুলক পাল জানান, শনিবার সকালে বাড়ির পাশে জমিতে কাজ করার সময় ছেঁড়া বৈদ্যুতিক তার জড়িয়ে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরবর্তীতে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহত দীপক রাজ গোলদারের পিতার নাম মৃত রসনারাজ গোলদার। মৃত্যুকালে তার স্ত্রী ২ ছেলে ১ মেয়ে রেখে গেছেন।
পূর্ব দূর্গাপুর ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) জসীম উদ্দিন বিদ্যুৎপৃষ্ট হয়ে দীপক রাজ গোলদার মৃত্যুর সত্যতা স্বীকার করেন।