বুধবার, ২৯ নভেম্বর ২০২৩, ১৫ অগ্রহায়ণ ১৪৩০খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

দশম সংসদের তৃতীয় অধিবেশন সোমবার

image_122931.sangsod

দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন ১ সেপ্টেম্বর সোমবার বিকেল ৫টায় শুরু হচ্ছে।গত ১১ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহবান করেন।সংসদ সচিবালয় অধিবেশনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। তবে সোমবার বিকেলে অনুষ্ঠেয় সংসদ কার্য উপদেষ্টা কমিটির সভায় তৃতীয় অধিবেশনের কার্যক্রম ও মেয়াদ চূড়ান্ত করা হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সভায় সভাপতিত্ব করবেন।আসন্ন অধিবেশনে বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার বিধান সংবলিত সংবিধানের ১৬তম সংশোধনী বিল উত্থাপনের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মন্ত্রিসভায় এ বিলটির খসড়া অনুমোদন করা হয়েছে। এ ছাড়া সংসদের আসন্ন অধিবেশনে আরো বেশ ক’টি বিল পাস ও উত্থাপনের কথা রয়েছে।এর আগে গত ৩ জুন শুরু হয়ে ৩ আগস্ট দশম জাতীয় সংসদের বাজেট তথা দ্বিতীয় অধিবেশন শেষ হয়। ওই অধিবেশনের তৃতীয় কার্যদিবসে অর্থাৎ গত ৫ জুন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করেন এবং ২৯ জুন এ বাজেট পাস করা হয়। এছাড়া দ্বিতীয় অধিবেশনে ছয়টি সরকারি বিল পাস করা হয়।