পাকিস্তান তেহরিকে তালেবান বা টিটিপির সাথে আলোচনা শুরুর প্রস্তুতি সম্পন্ন করেছে ইসলামাবাদ। পাকিস্তানের তথ্যমন্ত্রী পারভেজ রশিদ বলেছেন, টিটিপির সাথে আলোচনা আবার শুরু করার চূড়ান্ত পর্যায়ে রয়েছি আমরা। সরকার সবসময় (তালেবানের সাথে) শান্তি আলোচনা আবার শুরুর ব্যাপারে দৃঢ় বিশ্বাসী। পিটিআই।
টিটিপির সাথে নতুন করে আলোচনা শুরুর জন্য সরকার এখনো প্রতিশ্রতিবদ্ধ বলে পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ ঘোষণা দেয়ার মাত্র এক সপ্তাহ পরে এ কথা জানালেন পারভেজ রশিদ। তিনি বলেন, তালেবানের সাথে আলোচনা শুরু করা যাবে বলে সরকার সবসময় মনে করেছে। এর আগে সোয়াবিতে সাংবাদিকদের পাক তথ্যমন্ত্রী বলেছিলেন, রাষ্ট্রের যাতে তি না হয় এমন ব্যবস্থা করেই সরকার তালেবানের সাথে আলোচনার বিষয়ে এগিয়ে যাবে এবং এ েেত্র যেকোনো ধরনের প্রতিবন্ধকতা দূর করা হবে।