শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

তারেক-ফখরুলের বিরুদ্ধে মানহানি মামলা

40551_f5

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মানহানির মামলায় আগামী ২০শে অক্টোবরের মধ্যে অভিযোগ তদন্তপূর্বক পল্টন থানা ওসিকে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার সিএমএম আদালতের বিচারক ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট মো. এরফান উল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন। বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বাদি হেেয় বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। মামলার বাদি বিএনপি নেতাদের এমন বক্তব্যে ৫০০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়। গত ২৬শে আগস্ট, ৩রা সেপ্টেম্বর ও ৬ই সেপ্টেম্বর এই মানহানিকর বক্তব্য দেয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে। গত ২৪শে আগস্ট তারেক রহমান লন্ডনের কুইন মেরী ইউনিভার্সিটিতে এক আলোচনা সভায় বলেন, আওয়ামী লীগ নেতারা কুলাঙ্গার ও শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী। ৩রা সেপ্টেম্বর আরেক আলোচনা সভায় তারেক রহমান বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাসকারকরা তেলবাজ।