খবরিকা ডেস্ক ঃ-নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন এলাকায় গাড়ি ভাংচুর করেছে জামায়াত-শিবির। এছাড়া আন্দরকিল্লার মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটেছে।তফসিল ঘোষণার পরপর সোমবার রাত ৮টার দিকে অক্সিজেন এলাকায় জামায়াত-শিবির মিছিল বের করে। এসময় তারা চলন্ত গাড়ি লক্ষ্য করে ইট, পাটকেল ছুঁড়ে থাকে। এতে দু’টি সিএনজি অটোরিক্সা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে।নগর পুলিশের উপ কমিশনার (উত্তর) হারুন অর রশীদ হাজারী বলেন, “জামায়াত-শিবির মিছিল করে গাড়ি ভাংচুরের চেষ্টা করেছিল। পুলিশ গিয়ে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দিয়েছে।”এদিকে প্রায় একই সময়ে নগরীর কোতয়ালী থানার আন্দরকিল্লায় চৌরঙ্গী রেঁস্তোরার সামনে দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটেছে। এসময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। সাময়িকভাবে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া এলাকায় দোকানপাটও বন্ধ করে দেয়া হয়েছে।নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মির্জা সায়েম মাহমুদ বলেন, কে বা কারা দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে। সাময়িক আতংক সৃষ্টি হলেও এখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেছে।এদিকে একই সময়ে নগরীর কাটা পাহাড় লেইনে স্থানীয় আওয়ামী লীগ নির্বাচনে তফসিল ঘোষিত হওয়ায় আনন্দ মিছিল বের করে বলে জানা গেছে।