কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ অপহৃত সাত জনের মুক্তির দাবিতে জনতা সোমবার ঢাকা-নারায়ণগঞ্জ ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে। এক পর্যয়ে পুলিশের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে এসে কাউন্সিলর নজরুল ইসলামের উদ্ধার অভিযান জোরদারের আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ প্রত্যাহার করে। একইসাথে নারায়ণগঞ্জে সোমবার আদালত বর্জন করে ২৪ ঘন্টার মধ্যে আইনজীবি চন্দন শাহা ও কাউন্সিলর নজরুল ইসলামের মুক্তি দাবি করেছেন আইনজীবিরা। এসময় আইনজীবিরা বিক্ষোভ প্রদর্শন করে।
রবিবারও সড়ক অবরোধ করেন নজরুলের সমর্থকরা। তাদের উদ্ধারের দাবিতে সোমবার সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাকে এবং নারায়ণগঞ্জের লিংক রোডে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে স্থানীয় জনতা। অবরোধের ফলে রাস্তার দুই পাশে হাজার হাজার যানবাহন আটকা পড়ে। অপহৃত কাউন্সিলর নজরুল ইসলামের স্ত্রীসহ তার স্বজনরা বিক্ষোভে অংশ নেয়।এদিকে ২৪ ঘন্টা পার হলেও কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ অপহৃত সাত জনের খোঁজ মেলেনি। রবিবার দুপুরে প্রায় একই সময়ে তারা অপহৃত হন।রবিবার দুপুরে নারায়ণগঞ্জ-ঢাকা লিংক রোড থেকে চার সহযোগীসহ অপহৃত হন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আওয়ামী লীগ সমর্থক কাউন্সিলর নজরুল ইসলাম। নজরুল অপহৃত হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন নারায়ণগঞ্জের আইনজীবী চন্দন কুমার সরকার। আইনজীবীদের সন্দেহ, নজরুল অপহরণের সঙ্গে এই আইনজীবীর যোগসূত্র রয়েছে।পরিবারের অভিযোগ, র্যাব পরিচয়ে চার সহযোগীসহ নজরুলকে অপহরণ করা হয়েছে। তবে র্যাবের কর্মকর্তারা জানিয়েছেন, তারা কাউকে গ্রেপ্তার করেননি।নজরুলের সন্ধানে তৎপরতা চলছে বলে পুলিশ জানিয়েছে। রাতে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় এই কাউন্সিলরের গাড়িটি পাওয়া গেলেও তাকে পাওয়া যায়নি।