Saturday, January 25Welcome khabarica24 Online

ড্রোন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ন্যাটো রুট অবরুদ্ধ থাকবে : ইমরান খান

drone

পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের প্রধান ইমরান খান ঘোষণা করেছেন, মার্কিন ড্রোন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ন্যাটোর রসদ সরবেকরাহ পথ বন্ধ করে রাখা হবে। পেশোয়োরে বিশাল এক প্রতিবাদ সমাবেশে তিনি এ ঘোষণা দেন। দ্য নেশন। গত শনিবার হাজার হাজার বিুব্ধ মানুষ আফগানিস্তানে মোতায়েন ন্যাটো সেনাদের জন্য রসদ সরবরাহ রুট বন্ধ করে দেয়। শনিবার থেকে কার্যকর অবরোধ পাকিস্তানে মার্কিন ড্রোন হামলা বন্ধ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়। পেশোয়োর শহরে আয়োজিত বিশাল এক প্রতিবাদ সমাবেশ থেকে ন্যাটো সরবরাহ রুট অবরোধের ঘোষণা দেন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দলের প্রধান ইমরান খান। পাখতুনখোয়া প্রদেশের তেহরিকে ইনসাফ দল এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে দেয়া বক্তৃতায় ইমরান খান মতাসীন কেন্দ্রীয় সরকারকে মার্কিন অবৈধ ড্রোন হামলা বন্ধের বিষয়ে শক্ত অবস্থান নেয়ার আহ্বান জানান।

Leave a Reply