Saturday, January 25Welcome khabarica24 Online

ডিসেম্বরে বিপিএল

image-2_91257

ফিক্সিং বিতর্ক, ক্রিকেটারদের বয়েকা বেতন, ফ্র্যাঞ্চাইজির মালিকানা নিয়ে জটিলতা, ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার অব্যবস্থাপনা- সব মিলিয়ে ক্রিকেটের মেগা আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এখন লেজেগোবরে অবস্থা। এতসব ঝঞ্ঝা সত্ত্বেও এবছরই বিপিএলের তৃতীয় আসর আয়োজনে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট অপারেশন কমিটি সভা থেকে বেড়িয়ে বিসিবির পরিচালক আ জ ম নাসির সাংবাদিকদের জানান, এবারের বিপিএল ১ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হতে পারে।
বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীও একই সুরে কথা বলেছেন। নিজাম বলেন, বিপিএল আয়োজনের জন্য ফাঁকা ৩৬টি দিন প্রয়োজন। হিসেবে করে দেখেছি, ডিসেম্বর-জানুয়ারির স্লটেই আমরা বিপিএলের জন্য সময় বের করে নিতে পারবো।