বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ডারবানের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচেও বড় ব্যবধানে হেরে গেল ভারত

hasim

ডারবানের দ্বিতীয় ওয়ানডেতে ম্যাচেও বড় ব্যবধানে হেরে গেল ভারত। দক্ষিণ আফ্রিকার ২৮০ রানের জবাবে ১৪৬ রান তুলতেই সব উইকেট হারিয়ে ফেলেছে তারা। ফলে ১৩৪ রানে হারলো তারা। সিরিজে ২-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা। টসে হেরে ব্যাট করতে নেমে ডি কক ও আশিম আমলার শতকে ৬ উইকেটে ২৮০ রান করে দক্ষিণ আফ্রিকা। দলীয় ১০ রানের মাথায় ডেইল স্টেইনের বলে শূন্যরানে বিদায় নেন শিখর ধাওয়ান। এরপর তার পথ ধরেন রোহিত শর্মা, বিরাট কোহলি ও আজিঙ্কা রাহানে। ভারতের পক্ষে রায়না সবচেয়ে বেশি ৩৬ রান করেন। জাদেজা ২৬ আর থোনি ১৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে চার উইকেট নেন সতসবে আর তিনটি নেন স্টেইন।
এদিন ভারত দলপতি মাহেন্দ্র সিং ধোনি টস জিতে আবারও ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকাকে। ধোনির সিদ্ধান্ত যে ভুল ছিল তা প্রমাণ করতে বেশি সময় নেয়নি দক্ষিণ আফ্রিকার উদ্বোাধনী দুই ব্যাটসম্যান হাশিম আমলা ও ডি কক। উদ্বোধনী উইকেটে গড়েন ১৯৪ রানের জুটি। তবে ৩৫.১ ওভারে কক ব্যাক্তিগত ১০৮ রান করে আউট হলে দ্রুতই বিদায় নেন এবি ডিভিলিয়ার্স। ১১৮ বলের ইনিংসে কক চার মারেন ৯টি। ১৫ খেলায় এটি তার তৃতীয় শতক।  কিন্তু রানের চাকা সচল রাখেন আমলা। কিন্তু আমলা ২৩৩ রানের মাথায় ব্যাক্তিগত ১০০ রান করে আউট হলে বড় স্কোর গড়ার সম্ভাবনা ফিকে হয়ে যায় দক্ষিণ আফ্রিকার। ম্যাচের শেষ দিকে ভারতের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮০ রানে শেষ দক্ষিণ আফ্রিকার ইনিংস। ভারতের পক্ষে সর্বোচ্চ ৩ টি উইকেট নেন মোহাম্মদ শামি। এছাড়া একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও রবিচন্দন অশ্বিন।

Leave a Reply