কক্সবাজারের টেকনাফ উপজেলা নাইট্যংপাড়া এলাকার নাফ নদীতে অভিযান চালিয়ে ৬১ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার দাম আনুমানিক ১ কোটি ৮০ লাখ টাকা। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। শুক্রবার ভোরে নাফনদীতে অভিযান চালিয়ে একটি ট্রলার থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। বিজিবির ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমার থেকে ট্রলারে ইয়াবা আসছে- এমন খবর পেয়ে নাফনদীতে অভিযান চালানো হয়। । এ সময় বিজিবি সদস্যদের দেখতে পেয়ে ইয়াবা পাচারকারী ট্রলার থেকে নাফনদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা যায়নি। পরে ট্রলারটিতে তল্লাশী চালিয়ে ৬১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।