সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

ঝাঁঝ বাড়ছে পেঁয়াজের

image_96981.peyaj

ভারতে ফের বাড়তে চলেছে পেঁয়াজের দাম। নাসিকের আড়তে লাগাতার ধর্মঘটের জেরে দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।কেন্দ্রে নয়া সরকার ক্ষমতায় আসার আগে থেকেই সুদিনের স্বপ্ন দেখেছিলেন দেশবাসী। কিন্তু বাস্তবে কিছুটা হলেও খানিক ফিকে গৃহস্থের খোয়াব। এর সাম্প্রতিক সংযোজন পেঁয়াজের দামে আগুন লাগার অশনি সংকেত। কয়েক দিন ধরেই দেশের বৃহত্তম পেঁয়াজ বাজার বলে পরিচিত মান্ডিতে কেনা-বেচা বন্ধ রয়েছে। তাই বাজার পর্যবেক্ষকদের ধারণা, অচিরেই বাড়তে চলেছে পেঁয়াজের দাম।মালবাহকদের মজুরি বৃদ্ধির দাবিতে গত কয়েক দিন ধরেই অশান্ত মান্ডি বাজার।
ধর্মঘটী শ্রমিকদের দাবি, দীর্ঘ দিন তাঁদের রেট বাড়ানো নিয়ে নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও কাজের কাজ হয়নি। আর এর ফলে কোনো আড়তেই পেঁয়াজ বেচা-কেনা চলছে না। মান্ডি বাজার থেকে সারা দেশে পেঁয়াজ পৌঁছায়। আচমকা সেই জোগানে কমতি দেখা দেওয়ায় আগামী কয়েক দিনের মধ্যেই মধ্যবিত্তের নাগালের বাইরে যেতে পারে রসনার অন্যতম উপাদান এই আনাজ, মনে করছেন বিশেষজ্ঞরা। সূত্র : এই সময়