ঝরে পড়ে নক্ষত্রেরা বড় অকালে
পৃথিবীর সব করে দেয় কালো
চলে যায় আলোর বার্তিকা
এই নগরে প্রতিদিন প্রতিরাতে
কত তক্ষক জন্ম নেয় বড় উল্লাসে
গ্রাস করে সব ভাল। ছড়িয়ে দেয়
আঁধার বিরামহীন ভাবে
কালোয় কালোয় ভরে যায় সমস্ত পৃথিবী
আর আমি তুমি কিংবা আরো কেহ
সেই সবে স্নান করি নিত্য।
নক্ষত্রেরা মেতে উঠেনা সেই কালোতে
দূরে ঠেলে দেয় তারা সব আঁধার
নিজেদের আলোতে।
সমাজের রন্দ্রে রন্দ্রে জমা সব ময়লা
নিঃশেষ করে করে একদিন নিজেরাই হয় শেষ
টুপ করে ঝরে পড়ে নিঃশব্দে
কেউ জেগে উঠার আগে
আলোয় আলোয় ভরে দিয়ে সারা পৃথিবীটা
পৃথিবীর নক্ষত্রেরা চলে যায় তারাদের দেশে।
– রবিউল হোসাইন মামুন
দোহা, কাতার