গাজীপুরের জয়দেবপুর থেকে চন্দ্রা ও টাঙ্গাইল হয়ে এলেঙ্গা পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্পের দরপত্র আগামী মাসে আহ্বান করা সম্ভব হবে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার বেলা ১১টার দিকে মহাসড়ক পরিদর্শনকালে এলেঙ্গায় সাংবাদিকদের কাছে এ কথা জানান তিনি। মন্ত্রী বলেন, “সবকিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বরেই প্রকল্পের কাজ শুরু করা যাবে। মহাসড়কটি দেশের উত্তর অঞ্চলের সঙ্গে একমাত্র সরাসরি সড়ক যোগাযোগ করিডর। প্রায় তিন হাজার ৬৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি ২০১৩ সালের ২৩ এপ্রিল একনেক অনুমোদন করে। তিনি বলেন, উত্তর অঞ্চলের সঙ্গে অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ এবং বাংলাদেশ ও পার্শ্ববর্তী প্রতিবেশী দেশসমূহের সঙ্গে সড়ক যোগাযোগ উন্নতকরণের লক্ষে প্রকল্পটি গ্রহণ করা হয়।” ওবায়দুল কাদের বলেন, “বর্তমানে প্রকল্পের জন্য গাজীপুর ও টাঙ্গাইল জেলার ৩৫ দশমিক ৪৩৩ হেক্টর ভূমি অধিগ্রহণের কাজ চলছে। এ প্রকল্পের আওতায় ৭০ কিলোমিটার রাস্তা দুইলেন থেকে চারলেনে উন্নীতকরণ ছাড়াও ধীরগতি সম্পন্ন যানবাহনের জন্য আলাদা লেন নির্মাণ, পাঁচটি ফ্লাইওভার, ২৬টি সেতু এবং ৬০টি কালভার্ট নির্মাণ করা হবে।” চারলেন সড়ক প্রকল্পের দরপত্র দলিলসমুহ এশীয় উন্নয়ন ব্যাংকের মতামতের জন্যও পাঠানো হয়েছে বলে যোগাযোগমন্ত্রী জানান।
এ সময় যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য একাব্বর হোসেন, প্রকল্প পরিচালক দিলীপ কুমার গুহ, প্রকল্প ব্যবস্থাপক জিকরুল হাসান, টাঙ্গাইলের জেলা প্রশাসক আনিছুর রহমান মিয়া, পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর, টাঙ্গাইল পৌরসভার মেয়র সহিদুর রহমান খান মুক্তি প্রমুখ মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।