Friday, January 17Welcome khabarica24 Online

জেদ্দায় আগুনে ২ বাংলাদেশির মৃত্যু

jeddddaaaa_69383
সৌদি আরবের জেদ্দায় একটি ভবনে আগুন লেগে ২ বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার জেদ্দার আল জামিয়া জেলার পুরাতন ভবনটিতে আগুনে পুড়ে তারা মারা যান। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। শনিবার এক প্রতিবেদনে সৌদি আরবের প্রভাবশালী দৈনিক আরব নিউজ জানায়, শুক্রবার জেদ্দার আল জামিয়া জেলার একটি পুরাতন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় আহত হয়েছেন ইয়েমেনের ৫ নাগরিক।
সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, ভবনটির দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। পরে তা তৃতীয় তলাতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর ৫টি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের উদ্ধার করে কিং আবদুল আজিজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। এ ছাড়া আগুন লাগার কারণ জানতে বেসামরিক প্রতিরক্ষা বাহিনী চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।