শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জিয়া হত্যার পর আওয়ামী লীগ উল্লাস করেছিল : রিজভী

rijvi-bnp-ofice_135902

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, জিয়াউর রহমান হত্যার পর আওয়ামী লীগের মধ্যে উল্লাস দেখা গিয়েছিল। তাতে মনে হয়, জিয়া হত্যার সঙ্গে তিনিসহ (শেখ হাসিনা) অনেকে জড়িত ছিলেন।রোববার বেলা সাড়ে ১১ টায় বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।এর আগে, শনিবার এক আলোচনাসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, খন্দকার মোশতাককে ইশারা দিয়ে জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে হত্যা করিয়েছেন। সুতরাং বঙ্গবন্ধুর হত্যাকান্ডে জিয়াউর রহমান যে, জড়িত তা বলার আর অপেক্ষা রাখেনা।প্রধানমন্ত্রীর ওই বক্তব্যকে ‘ডাহা মিথ্যা’ আখ্যা দিয়ে রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আসার ১৩ দিনের মাথায় জিয়াউর রহমান খুন হয়েছিলেন। জিয়াউর রহমানকে হত্যার পর আওয়ামী লীগ উল্লাস করতে দেখা গেছে। সেদিন তিনি (শেখ হাসিনা) সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাতে মনে হয় তিনিসহ আরো অনেকে জিয়া হত্যার সঙ্গে জাড়িত। তিনি বলেন, জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে বিএনপি উৎখাত করতে ছেয়েছিল তারা। সে ষড়যন্ত্র এখন পর্যন্ত অব্যাহত আছে।গাজায় ইসরাইলি হামলা ও গণহত্যার প্রতিবাদে ২০ দলের কালো পতাকা মিছিলে হামলা চালানোর অভিযোগ করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নেতাকর্মীদের ভয়ভীতি দেখানোর জন্য আওয়ামী সন্ত্রাসী ও সরকারের লেলিয়ে দেয়া পুলিশ ওই মিছিলে হামলা চালায়।এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবিএম মোশারফ হোসেন, সহদপ্তর সম্পাদক আব্দুল লতিফ জনি, বিএনপি মহানগরের সাবেক সদস্য সচিব আব্দুস সালাম প্রমুখ।