Thursday, December 12Welcome khabarica24 Online

জিয়াউর রহমান মরে গিয়ে বেঁচে গেছেন

26234_hs

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার ও আমার পরিবারকে হেয় করার জন্য ষড়যন্ত্র চলছে। জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবের হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তিনি মরে গিয়ে বেঁচে গেছেন। তা না হলে তাকেও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামী করা হতো। আজ সন্ধ্যায় গণভবণে আয়োজিত আওয়ামী লীগের যৌথসভায় তিনি এসব কথা বলেন। বিএনপি দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে বাধার সৃষ্টি করছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। সভায় দলের উপদেষ্টা পরিষদ, সংসদীয় দল ও কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত আছেন।