সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জিএসপি ফিরে পেতে কোনো সমস্যা নেই

gz6h8gqm_13295

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্সেস (জিএসপি) সুবিধা ফিরে পেতে যে শর্ত দিয়েছিলো তার অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। জিএসপি ফিরে পেতে আর কোনো সমস্যা হবে না।’ আজ রবিবার দুপুরে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এতথ্য জানান। তোফায়েল আহমেদ বলেন, ‘বাংলাদেশের পোশাক কারখানায় শ্রমিক নির্যাতন হয় বলে গোপনে মার্কিন যুক্তরাষ্ট্রে চিঠি পাঠিয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং শ্রমিক নেতা রায় রমেশ।’মন্ত্রী বলেন, ‘যারা দেশের স্বার্থের বিরুদ্ধে চিঠি দিয়েছে নিশ্চই এ বিষয়ে চিন্তা ভাবনা করা হবে।’