বুধবার, ৯ অক্টোবর ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১খবরিকা অনলাইনে আপনাকে স্বাগতম।

জামালপুরে মাও. রহমত উল্লাহ কাওছার নিজামীর স্মরণসভা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি ঃ
জামালপুরে সদ্য প্রয়াত মীরসরাইয়ের কৃতি সন্তান পটিয়া আল জামেয়া আল ইসলামিয়া মাদরাসার সিনিয়র মুহাদ্দিস, জামালপুর আজিজিয়া হাফিজুল উলুম মাদরাসার সাবেক ছাত্র ও শিক্ষক মাওলানা রহমত উল্লাহ কাওছার নিজামীর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর আজিজিয়া মাদরাসার ব্যবস্থাপনায় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মীরসরাই শাখার সৌজন্যে ১১ সেপ্টেম্বর বুধবার বাদ জোহর জামালপুর মাদরাসা প্রাঙ্গনে উক্ত স্মরনসভা অনুষ্ঠিত হয়। এতে মাদরাসার শিক্ষা সচিব মাওলানা ওলি উল্লাহ এর সঞ্চালনায় এবং মাদরাসার মুহতামিম মাওলানা মকছুদ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন পটিয়া আল-জামেয়া আল-ইসলামিয়া মাদরাসার মহাপরিচালক মাওলানা আব্দুল হালিম বোখারী। এতে আরো বক্তব্য প্রদান করেন মাওলানা নেয়ামত উল্লাহ, মাওলানা জাকারিয়া, মাওলানা ওমর ফারুক, মাওলানা মনজুর এলাহী শওকত। এতে উপস্থিত ছিলেন মাদরাসার সকল শিক্ষক, ছাত্র ও স্থানীয় এলাকাবাসী। পরে মরহুমের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।