জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দুই আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে হামলার ঘটনায় তিন শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাত ১২টায় এবং রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীদের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন-শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থী শামীম এবং বঙ্গবন্ধু হলের উজ্জল ও হাবিব। তারা সকলেই বিশ্ববিদ্যালয়ের ৪২তম ব্যাচের শিক্ষার্থী।জানা যায়, গতকাল রবিবার রাত ৯টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪৩তম ব্যাচের এক ছাত্র তার সহপাঠীকে নিয়ে শহীদ রফিক-জব্বার হলের সামনে ঘুরতে গেলে ওই হলের ৪২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী তাদের সাথে দুর্ব্যবহার করে। এরপর ওই ছাত্র এই ঘটনাটি তার হলের বন্ধু ও বড় ভাইদের জানালে রাত ১১টার দিকে দুই হলের শিক্ষার্থীরা ঘটনাটি মীমাংসা করার জন্য বিশ্ববিদ্যালয়ের বটতলা এলাকায় একত্রিত হয়ে আলোচনায় বসে। আলোচনার একপর্যায়ে উভয় হলের শিক্ষার্থীরা বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা ধাওয়া করলে শহীদ রফিক-জব্বার হলের শামীম (৪২ তম ব্যাচ, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ) আহত হয়।
তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ৪২তম ব্যাচের ছাত্রলীগ কর্মীদের দাবি, সংঘর্ষের সময় শামীম প্রথমে বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী হাবিব ও উজ্জ্বলকে আঘাত করলে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে আরো দুই শিক্ষার্থী উজ্জ্বল ও হাবিব আহত হয়। কিন্তু শহীদ রফিক জব্বার হলের শিক্ষার্থীরা এই অভিযোগ অস্বীকার করেছেন।দুই হলের সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।