পোল্যান্ডে অনুষ্ঠিত জাতিসঙ্ঘ জলবায়ু সম্মেলনে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধি রোধে কাজ করার উপায় সম্পর্কে একটি চুক্তিতে পৌঁছেছে অংশগ্রহণকারী দেশগুলো। সম্মেলনের শেষ মুহূর্তে সব প এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছায়। আলজাজিরা। ২০০ দেশের অংশগ্রহণে দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনের শেষ দিন ছিল গত শনিবার। গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় দরিদ্র দেশগুলোকে সহায়তা দেয়ার প্রশ্নে সম্মেলনে তীব্র মতপার্থক্য দেখা দেয়। এতে কোনো চুক্তি ছাড়াই সম্মেলন শেষ হওয়ার আশঙ্কা দেখা দেয়। ৩০ ঘণ্টার অচলাবস্থার পর ২০১৫ সালে প্যারিস জলবায়ু সম্মেলনে নতুন একটি জলবায়ু চুক্তির ব্যাপারে একমত হন তারা। খসড়া প্রস্তাবের ভাষা নিয়ে শেষ মুহূর্তের সমঝোতায় এটি সম্ভব হয়। ওই প্রস্তাবে পৃথিবীর উষ্ণতা রোধে ব্যবস্থা গ্রহণের জন্য প্যারিস সম্মেলনে একটি আইনগত বাধ্যবাধকতা তৈরি করা হবে বলে সিদ্ধান্ত হয়। জলবায়ু পরিবর্তনের ফলে উন্নয়নশীল দেশগুলোর য়তি পূরণে সহায়তা দিতেও রাজি হয়েছে ধনী দেশগুলো। তবে এ বিষয়ে আর্থিক সহায়তার বিষয়টি পরিষ্কারভাবে উল্লেখ না থাকায় পরিবেশবাদী গোষ্ঠীগুলোর জোট ‘গ্রিন গ্রুপ’ অসন্তুষ্টি প্রকাশ করেছে। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ান ফিলিপাইনে আঘাত হানার প্রোপটে শুরু হওয়া সম্মেলনে জলবায়ুর ল্যণীয় প্তি আচরণের প্রতি সবার দৃষ্টি আকর্ষিত হয়। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জেরে উন্নয়নশীল দেশগুলোর তি সামাল দিতে যে অর্থনৈতিক সহায়তা দরকার, উষ্ণায়ণের জন্য দায়ী উন্নত দেশগুলো থেকে সেই তিপূরণ পাওয়ার প্রতিশ্রুতির পথে অনেকটা অগ্রগতি হয়েছে বলে মনে করা হচ্ছে। এই প্রতশ্রুতির বিষয়ে টালবাহনা করছিল উন্নত বিশ্বের দেশগুলো।