Thursday, December 12Welcome khabarica24 Online

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে মীরসরাইতে বিক্ষোভ মিছিল

mirsori bnp chobiনিজস্ব প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসানকে গ্রেফতার ও কেন্দ্রীয় সাধারন সম্পাদক একরামুল হাসান মিন্টুর বাসায় পুলিশী তল্লাশির প্রতিবাদে মীরসরাই পৌর সদরের বাদামতলি এলাকায় গতকাল বৃহস্প্রতিবার ( ২৩ জুলাই) সকাল ১০টায় মীরসরাই উপজেলা ছাত্রদলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাহেদুল আবছার জুয়েল নেতৃত্বে উক্ত মিছিল মীরসরাই বালিকা বিদ্যালয় থেকে বাদামতলি গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। এসময় প্রতিবাদ সমাবেশে উল্লেখযোগ্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের রিয়াজ উদ্দিন, মীরসরাই কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসাইন, সাইফুল ইসলাম সাঈদ, সাদ্দাম হোসেন, সরোয়ার হোসেন রুবেল, আনোয়ার হোসেন, নাজমুল ইসলাম, সোহাগ, নুরুদ্দিন, মহিউদ্দিন, এমরান আনোয়ার, সুজ, কামরুল, রানা, সাহাদাত, আলাউদ্দিন জাহেদ প্রমুখ। বক্তাগন অনতিবিলম্বে ছাত্রদলের নেতৃবৃন্দর মুক্তি দাবী জানান।